সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শিক্ষক


(লেখাটা লেখার কোন ইচ্ছাই ছিল না,
 কিন্তু না লিখে থাকতে পারলাম না।)

#গত বছর এক সনাতন শিক্ষক ইসলাম
ধর্ম সম্পর্কে খারাপ মন্তব্য করায় তাকে শাস্তি
হিসাবে কান ধরানো হয়েছিল,আমি ফেসবুকে
অনেকের প্রোফাইল পিকচার দেখে অবাক
হয়েছিলাম কারণ তাদের প্রোফাইল পিকচারে
তাদের কান ধরা ছবি ছিল।তারা শিক্ষককে
এতটা ভালবাসে ও শ্রদ্ধা করে তা দেখে অবাক হই,আজও কি শিক্ষকের প্রতি ভালবাসা আছে?
যারা কিনা কোন কিছু হলেই শিক্ষককে মারতে
ও তাদের বাসা ভাংচুর করতে প্রস্তুত থাকে।তারা শিক্ষককে এতটা ভালবাসে,তখন আমার কোন
ক্রমেই বিশ্বাস হয়নি।আর এখন তো মনে হয়
ওটা শোঅফ ছিল।
#এই কিছুদিন হল এক মাদরাসার শিক্ষক যে
কিনা মসজিদের ইমাম ও,তার মাথায় মল-মূত্র
দেয় এলাকার কিছু ছেলে।
#আজ সেই ছাত্ররা কোথায়?আজ সেই মানবতা কোথায়?আজ সেই মানুষের প্রতি ভালবাসা কোথায়?
#আজ সব ঘুমাচ্ছে,আজকে তারা জাগবে না।
আজ তারা ঘুমে অচেতন।
কারন,এই শিক্ষককে তাদের শিক্ষক হিসাবে
মেনে নিতে পারছে না,এ শিক্ষক তো তাদের কিছুই পড়ায় নি;উনিতো ধর্ম শিক্ষক।
#তবে কি গ্রামের ঐ সনাতন শিক্ষক তোমাদের
ঞ্জান দান করেছিল?সে ও তো তোমাদের কোন কিছুই পড়ান নি তবুও তিনি তোমাদের শিক্ষক,
তাহলে মাদরাসার শিক্ষক কি করেছেন?যে
তিনি তোমাদের শিক্ষক হতে পারবে না।
#তোমাদের কথা ছিল ঐ সনাতন শিক্ষককে নিয়ে,তিনি শিক্ষক;তিনি ছাত্রদের শিক্ষা দেন তাই তিনি সবার শিক্ষক। তাহলে ঐ মাদরাসার
শিক্ষক তিনিও তো শিক্ষক,তিনিও তো ছাত্রদের
শিক্ষা দেন,তবে কি তিনি সবার শিক্ষক নন?
#আসল কথা হলো তিনি ধর্ম শিক্ষক,তাই তোমাদের কাছে তার ভ্যেলু নাই,তিনি যদি
স্কুলের সাধারন শিক্ষক হতেন তবেই তোমরা
তার পাশে দাড়াতে।
#ধিক্কার তোমাদের মতো ছাত্রদের!#ধিক্কার
তোমাদের মতো মানুষদের! তোমরা কোন শিক্ষককে ভালবাসতে ও শ্রদ্ধা করতে পারো না।
#দোয়া করি কোন শিক্ষকের যেন তোমাদের মতো ছাত্র না হয়।
#পরিশেষে একটা কথা বলবো,শিক্ষক  শিক্ষকই সে যে ধর্মের ই হোক না কেন।
তাকে শ্রদ্ধা করা উচিত,
কিন্তু ঐ শিক্ষকের দোষ ছিল বলেই তাকে
কান ধরানো হয়েছিল,কিন্তু এ মাদরাসার
শিক্ষকের কি এমন অপরাধ যে তার শরীরে
মল-মূত্র ফেলা হলো?শুধুই কি মাদরাসার শিক্ষক বলে...
(যারা শিক্ষকের গাঁয়ে ময়লা ফেলেছে তাদের সঠিক বিচার চাই।)



#কথা_কাব্যিক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Pelin Karahan Photo

P elin karahan is a best Acterss of Turky.

কাজী নজরুল ইসলামের বিদায় বেলা।

কাজী নজরুল ইসলামের কবিতা। বিদায় বেলায়    কাজী নজরুল ইসলাম তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না, জল-ছল-ছল চোখে চেয়ো না। ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না, শুধু বিদায়ের গান গেয়ো না।। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়েরদিনে কেঁদো না। চলার তোমার বাকী পথটুকু- পথিক! ওগো সুদূর পথের পথিক- হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না, ওগো আঁখির সলিলে ছেয়ো না।। দূরের পথিক! তুমি ভাব বুঝি তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমিই দরদী একাকী, পথে ফেরে যারা পথ-হারা, কোন গৃহবাসী তারে খোঁজে না, বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি? দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে? এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে! তবে জান কি তোমার বিদায়- কথায় কত বুক-ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়- পথিক! ওগো অভিমানী দূর পথিক! কেহ ভালোব...

কোরআন ও প্রযুক্তি থেকে মুসলমান বিচ্ছিন্ন কেন?

কোরআন ও প্রযুক্তি থেকে মুসলমান বিচ্ছিন্ন কেন? ‘ইয়া-সিন। বিজ্ঞানময় কোরানের শপথ, নিশ্চয়ই! আপনি আল্লাহর প্রেরিত মহাপুরুষদের (রাসূলদের) অন্তর্ভুক্ত এবং ‘সিরাতুল মুস্তাকিম’ তথা সরল-সঠিক পথে প্রতিষ্ঠিত।’ (সূরা ইয়া-সিন, ৩৬:১-৪।) আলোচ্য চার আয়াতের শানে নুজুল সম্পর্কে বলা হয়েছে, সে সময় মক্কার কুরাইশ বংশীয় কাফেররা অত্যন্ত জোরেশোরে রাসূলের (সা.) নবুওয়াত ও রিসালাতকে অস্বীকার করছিল। তাই আল্লাহতায়ালা ‘বিজ্ঞানময়’ কোরআনের শপথ করে ঘোষণা করলেন, ‘নিশ্চয়ই! আপনি রাসূলদের অন্তর্ভুক্ত এবং সঠিক পথে প্রতিষ্ঠিত।’ (তাফহিমুল কোরআন, ১৩ খণ্ড, ৩ পৃষ্ঠা।) মক্কার কাফের কর্তৃক মুহাম্মাদের (সা.) রিসালাত অস্বীকারের জবাবে আল্লাহতায়ালা কোরআনের সঙ্গে ‘বিজ্ঞানময়’ বিশেষণ জুড়ে দেয়ার রহস্য দীর্ঘদিন আমার কাছে অস্পষ্ট ছিল। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আÍজীবনীমূলক গ্রন্থ ‘আমি’ পাঠ করে ‘বিজ্ঞানময়’ শব্দ ব্যবহারের রহস্য বোধগম্য হয়েছি। হুমায়ূন আহমেদ লিখেছেন, ‘একদিন বিজ্ঞানই প্রমাণ করবে এ মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন। স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করা বিজ্ঞানের কাজ, দশর্নের কাজ নয়।’ তেমনি বিজ্ঞানই একদি...