(লেখাটা লেখার কোন ইচ্ছাই ছিল না,
কিন্তু না লিখে থাকতে পারলাম না।)
#গত বছর এক সনাতন শিক্ষক ইসলাম
ধর্ম সম্পর্কে খারাপ মন্তব্য করায় তাকে শাস্তি
হিসাবে কান ধরানো হয়েছিল,আমি ফেসবুকে
অনেকের প্রোফাইল পিকচার দেখে অবাক
হয়েছিলাম কারণ তাদের প্রোফাইল পিকচারে
তাদের কান ধরা ছবি ছিল।তারা শিক্ষককে
এতটা ভালবাসে ও শ্রদ্ধা করে তা দেখে অবাক হই,আজও কি শিক্ষকের প্রতি ভালবাসা আছে?
যারা কিনা কোন কিছু হলেই শিক্ষককে মারতে
ও তাদের বাসা ভাংচুর করতে প্রস্তুত থাকে।তারা শিক্ষককে এতটা ভালবাসে,তখন আমার কোন
ক্রমেই বিশ্বাস হয়নি।আর এখন তো মনে হয়
ওটা শোঅফ ছিল।
#এই কিছুদিন হল এক মাদরাসার শিক্ষক যে
কিনা মসজিদের ইমাম ও,তার মাথায় মল-মূত্র
দেয় এলাকার কিছু ছেলে।
#আজ সেই ছাত্ররা কোথায়?আজ সেই মানবতা কোথায়?আজ সেই মানুষের প্রতি ভালবাসা কোথায়?
#আজ সব ঘুমাচ্ছে,আজকে তারা জাগবে না।
আজ তারা ঘুমে অচেতন।
কারন,এই শিক্ষককে তাদের শিক্ষক হিসাবে
মেনে নিতে পারছে না,এ শিক্ষক তো তাদের কিছুই পড়ায় নি;উনিতো ধর্ম শিক্ষক।
#তবে কি গ্রামের ঐ সনাতন শিক্ষক তোমাদের
ঞ্জান দান করেছিল?সে ও তো তোমাদের কোন কিছুই পড়ান নি তবুও তিনি তোমাদের শিক্ষক,
তাহলে মাদরাসার শিক্ষক কি করেছেন?যে
তিনি তোমাদের শিক্ষক হতে পারবে না।
#তোমাদের কথা ছিল ঐ সনাতন শিক্ষককে নিয়ে,তিনি শিক্ষক;তিনি ছাত্রদের শিক্ষা দেন তাই তিনি সবার শিক্ষক। তাহলে ঐ মাদরাসার
শিক্ষক তিনিও তো শিক্ষক,তিনিও তো ছাত্রদের
শিক্ষা দেন,তবে কি তিনি সবার শিক্ষক নন?
#আসল কথা হলো তিনি ধর্ম শিক্ষক,তাই তোমাদের কাছে তার ভ্যেলু নাই,তিনি যদি
স্কুলের সাধারন শিক্ষক হতেন তবেই তোমরা
তার পাশে দাড়াতে।
#ধিক্কার তোমাদের মতো ছাত্রদের!#ধিক্কার
তোমাদের মতো মানুষদের! তোমরা কোন শিক্ষককে ভালবাসতে ও শ্রদ্ধা করতে পারো না।
#দোয়া করি কোন শিক্ষকের যেন তোমাদের মতো ছাত্র না হয়।
#পরিশেষে একটা কথা বলবো,শিক্ষক শিক্ষকই সে যে ধর্মের ই হোক না কেন।
তাকে শ্রদ্ধা করা উচিত,
কিন্তু ঐ শিক্ষকের দোষ ছিল বলেই তাকে
কান ধরানো হয়েছিল,কিন্তু এ মাদরাসার
শিক্ষকের কি এমন অপরাধ যে তার শরীরে
মল-মূত্র ফেলা হলো?শুধুই কি মাদরাসার শিক্ষক বলে...
(যারা শিক্ষকের গাঁয়ে ময়লা ফেলেছে তাদের সঠিক বিচার চাই।)
#কথা_কাব্যিক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন