সাত রঙ্গে আকাঁ শাকিল মাহমুদ সাত রঙ্গে আকাঁ যেন তোমারি ছবি, অপরুপ সুন্দরী মায়াবতী তুমি আমার সকালের ফোটা ফুল তুমি আমার পূণির্মার চাঁদেরই আলো। তুমি যেন স্বপ্নের লাল পরী নীলপরী,ফুলপরী তুমি আমার সাত রঙ্গে আঁকা অপরুপ সুন্দরী। (কেমন হলো আমার দ্বিতীয় কবিতা।)